আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি রব্বুল আলামীন। সৃষ্টি করেছেন মানুষ। শিক্ষা দিয়েছেন কোরআন। অসংখ্য, অগণিত দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আধার ঘেরা মরুর বুকে আলোর প্রদীপ হাতে নিয়ে জাহেলিয়াতের অমানিষার বিলুপ্তি সাধন করে হেদায়েতের রশ্মির মাধ্যমে গোটা বিশ্ব জগতকে করেছেন আলোকময়। মাদ্রাসাতু আহমাদ তাহফিজুল কুরআন একটি ঐতিহ্যবাহী দীনী শিক্ষা প্রতিষ্ঠান। দিনাজপুর জেলার অন্তর্গত কাহারোল থানাধীন ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের সুন্দাইল গ্ৰামে অবস্থিত। 2022 ঈ. সনে অত্র মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে অদ্যাবধি প্রায় ৩ বছর যাবৎ এ প্রতিষ্ঠানটি দেশ ও জাতির দীনী খেদমত আঞ্জাম দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, মাদরাসাটি তার প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষাদানের পাশাপাশি আরো বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে আসছে কওমি আদর্শ প্রাইমারী শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলভিত্তিক নূরানী শিক্ষা প্রকল্প, বিশুদ্ধ পানি সরবরাহ, সাধারণ মেহমানখানা, শামস্ পাঠাগার, পাবলিক লাইব্রেরী। শিক্ষার্থীর ভারসাম্যপূর্ণ প্রতিভা বিকাশে অহির শিক্ষাই শ্রেষ্ঠতম পদ্ধতি। প্রযুক্তির ইতিবাচক প্রয়োগের মাধ্যমে বিশ্বের নিত্য-নতুন চ্যালেঞ্জের মোকাবেলায় এ প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার পরিকল্পনায় এ ওয়েবসাইটটির আত্মপ্রকাশ। মাদ্রাসাতু আহাম্মাদ তাহফিজুল কুরআন শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির উন্নয়নে কৃতিত্বের স্বাক্ষর রাখবে এ প্রত্যয় ব্যক্ত করে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি।